অল্প বৃষ্টি হলেই রাস্তার জল ঢুকে পড়ছে বাড়িতে। পৌরসভা থেকে শুরু করে কাউন্সিলরকে একাধিক বার জানিয়েও সমস্যার সুরহা হয়নি বলে দাবি এলাকার মানুষজনের। সমস্যার সমাধান না হলে আগামী নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা। শুক্রবার দুপুরে বৃষ্টিপাত শুরু হয় ঝাড়গ্রাম শহরজুড়ে। অভিযোগ, বৃষ্টির জল ঝাড়গ্রাম পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নৃপেনপল্লী এলাকার একাধিক বাড়িতে ঢুকে যায়। বাসিন্দাদের দাবি, বৃষ্টি হলে প্রতিনিয়ত তাঁদের এই সমস্যার সম্মুখে পড়তে হচ্ছে।