রায়না থানার নাড়ু গ্রামে গলায় ফাঁস লাগিয়া আত্মঘাতী পড়ুয়া। মৃতের নাম অন্তরা সরেন(১৪) মৃতের বাবা জানান তার বাড়ি খণ্ডঘোষ থানা এলাকায় কিন্তু সে মামার বাড়িতে থেকে নাড়ুগ্রাম হাইস্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত। তার উপর মানসিক অত্যাচার হয়েছে যার কারণে সে এ ধরনের কাজ করেছে বলে দাবি মৃতের বাবার। বুধবার দুপুর দুটোয় বর্ধমান থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় Bmc মর্গে।