বর্তমানে চলছে পুজোর মরশুম, এই সময় শহর জুড়ে যানজটের সৃষ্টি হচ্ছে নিত্যদিনই। লক্ষাদিক মানুষের সমাগম এখন বহরমপুর শহরে।বহরমপুর থানার কর্মরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার এর শক্ত হাতে যানজট নিয়ন্ত্রণ মোকাবিলা করতে দেখা গেল রাত্রিকালীন শহরের যানজট নিয়ন্ত্রণের সক্রিয় ভূমিকা পুলিশের।