ধৃতের নাম আয়ানা মণ্ডল। পূর্ব মেদিনীপুরের দুর্গাচক থানার বাসুদেবপুরে তার আদিবাড়ি। বর্তমানে সে মাধবডিহি থানার নিজামপুরে থাকে। শনিবার ভোররাতে নিজামপুরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চুরিতে জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে বলে পুলিসের দাবি। এদিনই ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। চুরির মালপত্র উদ্ধারের জন্য ধৃতকে সাতদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের তিনদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।