আনন্দপুর থানা এলাকায় গুলি চালানোর ঘটনায় যুক্ত থাকার সন্দেহে এন্টালি ও নারকেলডাঙ্গা থানার যৌথ টিম অভিযানে নেমে অস্ত্র-সহ গ্রেপ্তার তিন জন। এরা হল-সাজিদ, মধু ও ছোট্ট রাজা। অতীতেও এলাকায় গোলমালের অভিযোগ রয়েছে এই তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। পুলিশের প্রাথমিক অনুমান, এই তিন জনই গুলশন কলোনির গোলাগুলির ঘটনার সঙ্গে যুক্ত। পুলিশ সন্দেহভাজনদের থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র, একটি ৭এমএম পিস্তল এবং চারটি কার্তুজ উদ্ধার করেছে।