এখনো পর্যন্ত তিনটির মতো ক্লাবের বিসর্জন বাকি রয়েছে; জানালেন পুর পরিষদের চেয়ারপার্সন এদিন দুপুর দুইটা নাগাদ একান্তভাবে খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা জানান, মোটামুটি ভাবে পুর এলাকার তিনটি ক্লাব বাদ দিলে সবগুলির প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে।