বিষধর সাপের কামড়ে মৃত্যু হল যুবকের রায়না থানার জামনা গ্রামের ঘটনা। মৃতের নাম প্রতাপ ধারা (২৪) জানা গেছে গত বুধবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার উপরেই একটি বিষধর সাপের উপর পা পড়ে যায় সাপটি তার ডান পায়ের গোড়ালির উপর কামড়ায়। পরিবারের লোকজন সাপে কাটার কথা জানতে পেরে তাকে Bmch এ ভর্তি করলে চিকিৎসা চলাকালীন আজ শুক্রবার ভোররাত একটা ১০ মিনিটে তার মৃত্যু হয়। এদিনই বর্ধমান থানার পুলিশ দুপুর দুটোয় মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় BMC মর্গে