মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কুমারগঞ্জ ব্লকের ইউথ কল্যাণ ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, বিডিও শ্রীবাস বিশ্বাস-সহ অন্যান্য বিশিষ্টজন। মুখ্যমন্ত্রীর হাত ধরে পুজোর সূচনা হওয়ায় খুশির হাওয়া বইছে ক্লাব চত্বরে। সভাপতি থেকে সম্পাদক— প্রত্যেক ক্লাব সদস্যই এদিন উচ্ছ্বাসে ভরপুর ছিলেন।