জেলা হাসপাতালের মর্গে পরে থাকা ১৮ টি অচিহ্নিত মৃতদেহ নিয়ে সমস্যা তৈরি হয়েছে।এই নিয়ে বিভিন্ন আন্দোলনও দেখা গিয়েছে।মূলত পুরসভার বিদ্যুতিক চুল্লি বেহাল হওয়ায় এই সমস্যা হয়েছে বলে জানানো হয়েছে।সোমবার ওই চুল্লি পরিদর্শনে গিয়েছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।মঙ্গলবার আবার দুপুর সাড়ে তিনটা নাগাদ জেলা হাসপাতালে সাংবাদিক সম্মেলন করে বিধায়ক জানান হাসপাতালের মর্গে থাকা দেহ সৎকার করবে বলে জানিয়েছে রামকৃষ্ণ মিশন।