সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক জেলা তৃণমূল দলীয় কার্যালয়ে জেলার বিভিন্ন প্রান্ত বহিষ্কৃত তৃণমূল নেতা কর্মীদের দলে ফেরানো নিয়ে এই দিন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড থেকে তৃণমূলকে কটাক্ষ করলেন রাজ্য BJP SC মোর্চার সাধারণ সম্পাদক মদন রুইদাস,তিনি বলেন তৃণমূল দলটা আজকে ভয় পেয়েছে,খুব তাড়াতাড়ি ওদের পতন অনিবার্য।