প্রায় নয় বছর পর এসএসসির পক্ষ থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে।রবিবার SLST নবম দশম পরীক্ষা।রাজ্য জুড়ে যেমন ওই পরীক্ষার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে তেমনই আলিপুরদুয়ার জেলাতেও একই রকম ছবি দেখা যাচ্ছে।জেলায় ১১ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে।সকাল।থেকেই সেখানে পুলিশের কড়া নিরাপত্তা দেখা যায়।অন্যদিকে পরীক্ষার্থীরাও আসতে থাকেন সকাল থেকেই। দশটা নাগাদ সব পরীক্ষা কেন্দ্রের বাইরেই প্রচুর ভিড় দেখা যায়।