শহরে ফের বৃদ্ধের দেহ উদ্ধার। মেয়ের বিয়ের ১০ দিনের মাথায় গল্ফগ্রিন এলাকায় বাড়ির মধ্যে উদ্ধার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর মৃতদেহ। সিঁড়ির পাশে পড়ে ছিল বৃদ্ধের রক্তাক্ত দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় গলফগ্রিন থানার পুলিশ।দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে বলে জানা গেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখা। একই বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী অবস্থায় আছেন বৃদ্ধের স্ত্রী।