মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর -২ ব্লকের দেপাল পঞ্চায়েত ও বাদলপুর পঞ্চায়েতের সংযোগস্থলে দক্ষিণ কানপুর ও কিসমত ঠিয়ার মা বট চন্ডী সেবক সংঘের আয়োজনে নতুন মন্দির নির্মাণের কাজ চলছে। এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল গত বছর এই দিন মন্দিরের চূড়া ভরাট চলছিল এলাকাবাসীর উপস্থিতিতে এই চূড়া ভরাট উপলক্ষে উপস্থিত হয়েছিলেন সেবক সংঘের সভাপতি সম্পাদক।