Download Now Banner

This browser does not support the video element.

মানবাজার ২: মানবাজার-২ নং ব্লকের কুমারী ও ধান্দা শবর পাড়ায় স্বাস্থ্য শিবিরের আয়োজন

Manbazar 2, Purulia | Sep 13, 2025
শবর গ্রামে চিকিৎসা শিবিরের আয়োজন করল মানবাজার-২ নম্বর ব্লক স্বাস্থ্য দপ্তর। শনিবার রাত্রি আটটা নাগাদ মানবাজার- ২ নম্বর ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় কুমারী শবর পাড়া,ধান্দা শবর পাড়ায় চিকিৎসা শিবির করা হয়। এই শিবির থেকে শবরদের বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সহ তাদের ওষুধ পত্র প্রদান করেন চিকিৎসকেরা। উপস্থিত ছিলেন মানবাজার দু নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক রবি শেখর কুমার রবি সহ অন্যান্য চিকিৎসকেরা ও স্বাস্থ্য কর্মীরা।
Read More News
T & CPrivacy PolicyContact Us