এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য নদীয়ার হাঁসখালীতে। সূত্র মারফৎ জানা যায়, হুগলীর বলাগড় থানার বাসিন্দা নগেন মন্ডল, কয়েক বছর আগে তাঁর মেয়ে নেহা মন্ডলের বিয়ে হয়েছিল হাঁসখালীর গাজনা গ্রামের এক বাসিন্দা যুবকের সাথে, ওই যুবক ভারতীয় ফৌজিতে কর্মরত বর্তমানে জম্মুতে পোস্টিং বলে জানা যায়, সংসার ঠিক ঠাক মতোই চলছিলো, গত শনিবার গাজনায় মেয়ের বাড়ীতে নেহা মন্ডলের মা এবং কাকিমা বেড়াতে এসেছিলেন, গতকাল দুপুরে সকলে খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎই ঘটলো এক পা