গয়ামনি ভিলেজের বেলফাং এলাকায় ২৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ এদিন দুপুর দেড়টা নাগাদ পুলিশ প্রশাসন এই অভিযান সংঘটিত করে। উপস্থিত ছিলেন খোয়াইয়ের মহকুমা পুলিশ আধিকারিক D. Kuddairassu, বাইজাল বাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা সহ অন্যান্যরা। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান ওসি সাংবাদিকদের মুখোমুখি হয়ে।