জেলার অভ্যন্তরে বিভিন্ন ব্লকের ২০০ জন মৎস্যজীবীকে জেলা পরিষদ ভবন থেকে মাছ ধরার জাল ও হাড়ি প্রদান করা হয়। এপ্রসঙ্গে নদীয়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ প্রণয় কুমার ঘোষ চৌধুরী জানান, নদীমা নদী মাতৃক জেলা হওয়ার সুবাদে এই জেলার বহু মৎস্যজীবী মানুষ বসবাস করেন। মাছ সংগ্রহ বা চাষ করে তারা জীবন অতিবাহিত করেন। মূলত সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও নদীয়া জেলা পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন।