গভীর রাতে রাবার চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক চোর।গভীর রাতে এক বাড়িতে রাবার চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক চোর। ঘটনা গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে টাকার জলা থানার অন্তর্গত গোলাঘাটি মোহনপুর শান্তি বাজার এলাকায়। গৃহস্থ টের পেয়ে আটক করে ফেলে চোরকে। গৃহস্থের চিৎকারে গোটা এলাকার মানুষ ছুটে আসে ঘটনাস্থলে।