সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকেও চলছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া,আমাদের সমাধান কর্মসূচি।শনিবার ব্লকের নতুনডি গ্রাম পঞ্চায়েতের নতুনডি হাই মাদ্রাসা স্কুলে এই কর্মসূচিতে নতুনডি গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথকে নিয়ে এই সভা করা হয়।উপস্থিত হয়েছিলেন রঘুনাথপুর ২ব্লকের বিডিও পঙ্কজ দাস,জয়েন্ট বিডিও নয়নতারা রক্ষিত,পুরুলিয়া জেলা পরিষদের সদস্য অভিজিৎ মুখার্জী, রঘুনাথপুর ২পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গৌরাঙ্গ বাউরি সহ অন্যরা।