প্রতিদিন হাওড়া জেলা থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে আসেন বহু মানুষ। এতদিন পর্যন্ত তাদের যোগাযোগের মাধ্যম বলতে ছিল সড়ক পথ অথবা রেলপথ। আর এই দুই মাধ্যম দিয়ে নিজেদের কর্মস্থলে আসতে গিয়ে হিমশিম খেতে হতো হাওড়া জেলার বাসিন্দাদের। চলতি মাসের ২২ তারিখে রাজ্যে এসে হাওড়া কলকাতা রুটে মেট্রোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরলে খুব কম সহজে এবং আরামদায়কভাবে পৌঁছে যেতে পারবেন সাধারণ মানুষ।