শনিবার দুপুরে মেমারি শহরের কৃষ্টি প্রেক্ষাগৃহে মেমারি থানার ব্যবস্থাপনায় মেমারি থানার অন্তর্গত মেমারি ১ ও ২ ব্লক, মেমারি পৌরসভা ও নবস্তা ১ ও`২ এর মোট ২৫৮ টি ক্লাব কে দুর্গাপুজোর সরকারি অনুদানের এক লক্ষ দশ হাজার টাকার চেক দেওয়া হলো ক্লাব গুলোকে। উপস্থিত ছিলেন সাংসদ শর্মিলা সরকার, বিধায়ক মধুসূধন ভট্টাচার্য্য, পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, জেলা পরিষধের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দোপাধ্যায়, বর্ধমান উত্তর বিধায়ক নিশিথ কুমার মালিক।