প্রতি রাতেই সিকিয়া জোড়া জঙ্গল থেকে হাতি বের হয়ে এলাকায় তান্ডব চালায়। শনিবার রাতেও বেশ কয়েকটি হাতি এসে ওই এলাকায় কয়েকজনের ধান নষ্ট করে দেয়। রবিবার বিকেল চারটে নাগাদ সিকিয়াঝোড়ার রাস্তা অবরোধ করেন এলাকার বাসিন্দারা। অবরোধের খবর পাওয়ার পরে ঘটনাস্থলে যায় শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মোদক। এলাকাবাসীর সঙ্গে আলোচনার ভিত্তিতে অবরোধ তুলে দেন কিছুক্ষণের মধ্যেই। সিকিয়া ঝোরা জঙ্গল থেকে হাতি যেন বের হতে না পারে তার জন্য ফেন্সিং লাগানো হয়েছে।