প্যান্ডেলের কাজ চলছে খড়গপুর শহরের পুজো কমিটিগুলির। খড়গপুর শহরের অভিযাত্রী ক্লাবেও চলছে মন্ডপ শয্যার কাজ। অভিযাত্রী ক্লাব এর এবছরের পুজো মন্ডপের থিম দর্শকদের নজর কাড়বে বলে আশাবাদী কমিটির সদস্যরা। আজ বুধবার বিকেল প্রায় ৫.৩০ নাগাদ কমিটির তরফে জানানো হয় এবারের ভাবনায় অযোধ্যার রামমন্দির,।