বজ্রপাতে মৃত্যু হলো এক কৃষক দম্পতির। বুধবার ঘটনাটি ঘটেছে করিমপুরের মুরুটিয়া থানার সিঙ্গিডাঙ্গা এলাকায়। মৃতরা হলেন শ্যামল মণ্ডল (৪৫) ও তাঁর স্ত্রী কুসুম মণ্ডল (৪২)। তাঁরা সিঙ্গিডাঙ্গা সর্দারপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার তারা কাজের জন্য চাষের জমিতে গিয়েছিলেন। দুপুর ২টার দিকে ফেরার সময় বজ্রপাতের কারণে উভয়েরই মৃত্যু হয়। বৃহস্পতিবার এলাকার স্থানীয় লোকজন চাষের জমিতে যাওয়ার সময় তাঁদের মৃতদেহ দেখতে পান।