বাড়িতে পড়ে গিয়ে আচমকা মৃত্যু হল এক বৃদ্ধের । আজকে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের নর্থলেক রোড এলাকায় । মৃতের নাম ষষ্ঠী চরণ মন্ডল । প্রায় ৮১ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি নর্থ লেক রোড এলাকায় । পুরুলিয়া সদর হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয় । দেহটি পুরুলিয়া মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় আত্মীয়দের হাতে ।