শামুকতলা থানা এলাকার একে নাবালিকাকে অপহরণের অভিযোগে মাঝেরডাবড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে অপহরণ কারীকে। সোমবার বেলা আড়াইটা নাগাদ অভিযুক্ত কল্যাণ বর্মনকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠিয়েছে শামুকতলা রোড ফাঁড়ির ওসি। গত শনিবার বিকেলে নাবালিকার বাবা তার মেয়েকে অপহরণ নিয়ে কল্যাণ বর্মন সহ তার মা-বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিল পুলিশের কাছে। অভিযোগের পরে পুলিশ তদন্ত শুরু করে সোমবার সকাল দশটা নাগাদ গ্রেপ্তার করে তাকে মাঝেরডাবরি এলাকা থেকে।