দুটি ছোটো গাড়ি থেকে ৮০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। ধৃত ব্যক্তির নাম খোকন মন্ডল বাড়ি হেমতাবাদ ব্লকের কাকড়শিং এলাকায়। জানা গিয়েছে শুক্রবার রাতে হেমতাবাদ ব্লকের বামোইর সীমান্তবর্তী এলাকায় দুটি ছোটো গাড়ি ঘোরাঘুরি করতে দেখে বিএসএফ এরপর গাড়ি তল্লাশি করতে উদ্ধার হয় ৮০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ আটক। গ্রেপ্তার করাহয় একটি গাড়ির চালককে।