ত্রিমোহিনী হাটে পাটের দাম গত বছরের তুলনায় অনেকটা বেড়েছে। পাটের দাম স্থিতিশীল থাকবে কিনা এবিষয়ে আশঙ্কায় স্থানীয় কৃষকরা। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের অন্যতম পাটের হাট বসে ত্রিমোহিনীতে। প্রত্যেক মঙ্গলবারও শুক্রবার এই হাট বসে। এবছর পাটের দাম মোন প্রতি প্রায় ২৪০০ টাকা। যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। এদিকে এবছর পাটের চাষ কৃষকরা অনেক কম করেছেন বলে জানা যায়। এরফলে বাজারে যোগান অনেকটাই কম। তাই বেড়েছে পাটের দাম।