শাশুড়ি, বউমা ও নাতনি। বন্যার জলে দীর্ঘদিন জলবন্দি থাকা একই পরিবারের তিনজনের অসুস্থ হয়ে কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু। বন্যা বিদ্ধস্ত, জমা জলের মধ্যে নলকূপ। আর সেই নলকূপের জল খেয়েই তিন জনের মৃত্যু বলে প্রাথমিক দাবি। তীব্র চাঞ্চল্য বৈষ্ণবনগর থানার চকবাহাদুরপুর গ্রামে। ক্ষোভ জেলা জুড়ে, শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজন মারা যান। সেখানে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাতে বাকি দু'জনের মৃত্যু হয়েছ ।