নাকা চেকিং এর তল্লাশি জ্বালিয়ে ২৫টি গরু সহ একটি লরি আটক করল পুলিশ,কোচবিহারে জানালেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এদিন পুলিশ সুপার জানান, গতকাল রাতে আসাম বাংলা বর্ডারের জোরাই মোরে নাকা চেকিং পয়েন্টের তল্লাশি চালানোর সময় একটি লরি আটক করে পুলিশ। এবং লরিটিতে 25 টি গরু উদ্ধার করা হয়। এ প্রসঙ্গে ওই লরির চালক কোন প্রাসঙ্গিক কাগজপত্র দেখাতে পারেননি। পরবর্তীতে লরির চালকসহ দুজনকে বকশিরহাট থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদ এর জন্য।