নেপালে অশান্তির মাঝে সে দেশের রাজধানী কাঠমান্ডুতে আটকে রয়েছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশার বাসিন্দা মণিহার তালুকদার। বৃহস্পতিবার এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন তার পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, মনিহার ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্কলার। বারবিশার লস্করপাড়া এলাকায় তার বাড়ি। 'জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব' শীর্ষক এক সেমিনারে যোগ দিতে কাঠমান্ডুতে গিয়েছিল মণিহার। গত ৬-৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্তরের ওই সেমিনার অনুষ্ঠিত হয়।