আলিপুরদুয়ার পৌরসভা হলে আলিপুরদুয়ারের পুজো কমিটি গুলোকে নিয়ে বৈঠক করলেন সহ বিভিন্ন প্রশাসনিক কর্তারা শনিবার বেলা দুটো নাগাদ। দুর্গাপূজা আসন্ন তার আগেই আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে দমকল বিভাগের আধিকারিক, পুলিশ আধিকারিক ,পৌরসভার চেয়ারম্যান ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে।পুজো কমিটির কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা কিভাবে কোথা থেকে অনুমোদন পাবেন পূজার। এদিন বেশ কয়েকটি পূজো কমিটি এলাকার রাস্তা নিয়ে অভিযোগ জানিয়েছেন।