বিধানসভা নির্বাচনের আগে ফের ভাঙ্গন বিজেপি থেকে, কোচবিহার পানিশালা এলাকার ১৬ টি পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে।রবিবার কোচবিহার 1নং ব্লকের অন্তর্গত পানিশালা এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচি ছিল।এই কর্মসূচিতে ওই এলাকার 16 টি বিজেপির সমর্থিত পরিবার যোগদান করে তৃণমূল কংগ্রেসে। এদিন যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ব্লক সভাপতি আব্দুল কাদের হক।বিধানসভা নির্বাচনের আগে লাগাতার জেলা জুড়ে বিজেপির ভাঙ্গনের ফলে শক্তিশালী হচ্ছে তৃণমূল।