বরাবরের রীতি এবং আচার বিধি মেনে আজকে দেবীর কলাবউ ও নব পত্রিকা স্থাপন করা হলো পুরুলিয়া দু'নম্বর ব্লকের কুস্তাউর সার্বজনীন দূর্গা মন্দিরে । কলা বউ ও নবপত্রিকা একটি পুকুরে স্নানের পর শোভাযাত্রা সহকারে মন্দিরে আনার পথ ও পরিক্রমার মাঝে দেবীকে আবাহন করার ক্ষেত্রে স্থানীয় গৃহবধূদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ।