পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বিধানসভার মেচাদায় টাইম টেবিল অনুযায়ী নিয়মিত ট্রেন চলাচলের দাবীতে,মেচেদা স্টেশনে চলন্ত সিঁড়ি ও লিফট চালু করার দাবীতে,মেচেদা স্টেশনে আরো বেশী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বৃদ্ধির দাবীতে, মেচেদা স্টেশনের উত্তর দিকে টিকিট কাউন্টার চালু করার দাবীতে আজ DYFI পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে মেচেদা স্টেশন ম্যানেজারের নিকট স্মারক লিপি প্রদান ও বিক্ষোভ প্রদর্শন করলো DYFI,উপস্থিত ছিলেন DYFI জেলা সম্পাদক ইব্রাহিম আলী সহ অন্যান্য নেতৃত্ব গ