আসানসোল রাইফেল ক্লাবে ৫৭তম রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার প্রাইজ বিতরণ অনুষ্ঠানে, উপস্থিত শত্রুঘ্ন সিনহা ৫৭তম ওয়েস্টবেঙ্গল শুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আয়োজন করা হয় গত ২৫সে আগস্ট থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল স্থিত কল্যাণপুর হাউসিং রাইফেল ক্লাবে। আজ বিকাল ৫টায় এই প্রাইজ বিতরণ অনুষ্ঠানে মুখ্য রূপে উপস্থিত ছিলেন আসানসোল লোক সভার সাংসদ শত্রুঘ্ন সিনহা তাছাড়া পশ্চিম বর্ধমান জেলা শাসক s পোন্নাম বলাম, পশ্চিমবঙ্গ রাইফেল এসোসিয়েশন এর সভাপতি BK Dha