পূর্ব মেদিনীপুর জেলার মাজনা বেরিয়াতে স্নান করতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল দুই নাবালিকা কন্যার মৃতদের নাম হল দেবযানী দাস 11 বছর পিতা মহাদেব দাস বাড়ি মাজনা বেরিয়া তে অপরজন হল পরমা দাস দশ বছর পিতা অর্জুনদাস বাড়ির নেতুরিয়াতে | পরমা দাস তার দিদির বাড়িতে বেড়াতে এসেছিল সেখানে পাশের বাড়ির মেয়ে দেবযানীর সঙ্গে খেলতে খেলতে পুকুরে স্নান করতে নেমে ডুবে যায়। পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে