আলিপুরদুয়ার -১ ব্লকের বীরপাড়া ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক স্বপন সরকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসলো বীরপাড়া এলাকায়।বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জানা গেলো কলকাতায় মৃত্যু হয় ওই ব্যবসায়ীর।এদিন তাঁর দেহ বীরপাড়ায় আনা হয়।সেখানে ব্যবসায়ীকে শ্রদ্ধা জানাতে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা জড়ো হন।অন্যদিকে এদিন সকাল থেকেই শুনশান ছিল বীরপাড়া চৌপথি। দোকানও বন্ধ রাখা হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে।