অবশেষে বাংলাদেশের বিজিবির কাছে আটক হওয়া ফিরে এলেন ভারতীয় কৃষক নসির মিয়া। বুধবার সন্ধ্যায় সাড়ে ছটা নাগাদ এ কথা জানান মাথাভাঙ্গার এসডিপিও সমরেন হালদার। তিনি জানান এদিন বেলা বারোটা নাগাদ শীতলখুচির শালবাড়ী এলাকায় ভারতীয় জমিতে বাংলাদেশি এক ব্যক্তির ছাগল জমির ফসল খাওয়া কে কেন্দ্র করে নসির মিয়া নামে এক ভারতীয় কৃষককে আটক করে বাংলাদেশের বিজিবি। এরপর পুলিশ ও বিএসএফে যৌথ উদ্যোগে বিজিবির সাথে ফ্লাগ মিটিং করে ভারতীয় কৃষক নসির মিয়াকে ফেরত দিলেন বিজিবি।