পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের রায়বাঁধ অঞ্চলের নাড়াগড়িয়া গ্রামের বাসন্তি মন্দির প্রাঙ্গণে বিধায়ক তহবিলের আর্থিক সাহায্যে সৌর উচ্চ আলোক স্তম্ভের উদ্বোধন করলেন রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরি। রবিবার বিকেল বিধায়ক বিবেকানন্দ বাউরি জানান,এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন দাবির পরিপ্রেক্ষিতেই নিতুড়িয়া ব্লকের রায়বাঁধ অঞ্চলের নাড়াগড়িয়া গ্রামে সৌর উচ্চ আলোক স্তম্ভের উদ্বোধন করা হয় মহা ষষ্ঠীর শুভক্ষণে। কি জানিয়েছেন বিধায়ক তা তুলে ধরলাম।