বুধবার সকাল সাড়ে ১১ টা ২০ মিনিটে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস চত্বর থেকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসকে সামনে একটি ট্যাবলোর শুভ সূচনা করা হল। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ও সবুজ পতাকা নাড়িয়ে ট্যাবলোর শুভ সূচনা করলেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। এছাড়াও উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। এই ট্যাবলো আগামীদিনে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে ঘুরবে।