বীরভূমের জয়দেব কেন্দুলির ঘোষ বাড়িতে আজ ১ লা অক্টোবর আনুমানিক সকাল ১১ টা নাগাদ মহানবমীর পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।এই প্রাচীন বাড়ির দুর্গোৎসব বহু বছরের ঐতিহ্য বহন করে চলেছে। আজ সকাল থেকে ধর্মীয় রীতি মেনে দেবী দুর্গার নবমী পুজো অনুষ্ঠিত হয়। স্থানীয় মানুষ সহ দূরদূরান্ত থেকে ভক্তরা এসে পূজা অর্চনায় অংশ নেন। সারাদিন ধরে ছিল পূজা, প্রার্থনা ও ভক্তিমূলক আবহ।