ঠাকুর ভাসাতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনা। শিলিগুড়ির থারুঘাটি সাউ নদীতে স্নান করতে নেমে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সুমিদাস (২৫)। বাড়ি শিলিগুড়ির কৃষ্ণনগর কলোনি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে তিন বন্ধু মিলে ঠাকুর ভাসাতে যান তারা। ঠাকুর ভাসানোর পর স্নান করতে নামেন সুমিদাস। সেই সময় নদীতে ঝাঁপ দিতেই ঘাড় ভেঙে যায় তাঁর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।