কাটিহার ডি আর এম হিসেবে দায়িত্ব নেবার পর প্রথমবার ইসলামপুরের আলুয়াবাড়ি ষ্টেশন পরিদর্শনে এলেন কিরেন্দ্র নারাহ। শবিবার বিকেল পাঁচটা নাগাদ তিনি আলুয়াবাড়ি ষ্টেশন পরিদর্শন করেন।আলুয়াবাড়ি ষ্টেশন অমৃতভারত প্রকল্পের আওতায় এলেও কাজ খুবই ঢিমে তালে হচ্ছে বলে স্থাণীয় বাসিন্দারা অভি্যোগ করেছিলেন। এবারে সেই আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশন পরিদর্শনে এলেন ডিয়ার এম কি কিরেন্দ্র নারাহ।তিনি জানান প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। এদিন গুঞ্জরিয়া ষ্টেশনের একাধ