বাম নারী ও শ্রমিক সংগঠনের সাব্রুম মহকুমা সম্মেলনকে সামনে রেখে সাব্রুম শহরে মিছিল সংগঠিত করলেন বাম নারী ও শ্রমিক সংগঠন। ২৬ শে আগষ্ট বিকাল সাড়ে ৫ ঘটিকায় সিপিআই(এম) সাব্রুম মহকুমা অফিস থেকে শুরু হয় মিছিল।জানা যায় আগামী ২৯ শে আগষ্ট সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির সাব্রুম মহকুমা সম্মেলন এবং আগামী ২ রা সেপ্টেম্বর সিআইটিইউ সাব্রুম মহকুমা সম্মেলন হবে সাব্রুমে।সম্মেলনের বার্তা সর্বত্র পৌঁছে দিতে সাব্রুম শহরে মিছিল সংগঠিত করা হয়