পুরনো ঐতিহ্য ফিরিয়ে এনে পরিবেশবান্ধব চাঁদমালা, মালা তৈরি সচেতনতার বার্তা দিচ্ছেন শিল্পীরাও। প্রায় ৪০ বছরের অধিক সময় ধরে কালনার বারুইপাড়া এলাকার পাল পরিবারে মালা,চাঁদমালার ব্যবসা তাদের। ইতিমধ্যেই বন্ধ হয়েছে প্লাস্টিকের উপকরণ দিয়ে জিনিস তৈরি। নামকরা শহর গুলিতে প্লাস্টিক বর্জনের জন্য জোর কদমে চলছে প্রচার, তাই প্লাস্টিকের ফুলের মালা নয়। বরং কোরিয়ান কাগজ, ভেলভেট কাগজ এবং পাটের মালা তৈরি করে চমক কালনার শিল্পীদের।