উত্তর দিনাজপুর জেলার কর্ণজরায় ১০ দফা দাবিতে বিক্ষোভ ও গণডেপুটেশন কর্মসূচি পালন করল AIIKKMS। সোমবার দুপুরে জেলা শাসকের দপ্তরের সামনে এই কর্মসূচি হয়। কৃষি উপকরণের ক্রমবর্ধমান দাম, SIR বাতিল, সরকারি জমিতে দীর্ঘদিন ধরে চাষ করা কৃষকদের পাট্টা প্রদান, স্মার্ট মিটার প্রত্যাহার, কৃষিক্ষেত্রে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ সহ একাধিক দাবিতে এই আন্দোলন। AIIKKMS-এর জেলা সম্পাদক দয়াল সিংহ জানিয়েছেন, দাবিগুলি দ্রুত না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।