বুধবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে বাড়ির পাশে উল্টে গেল GI তার বোঝাই লরি।আহত চালক,ক্ষতিগ্রস্ত একটি বাড়ি।জানা গেছে,লরিটি আরামবাগ থেকে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিল। দীর্ঘ যাত্রার ক্লান্তিতে চালকের চোখে ঘুম চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।এর জেরে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।আহত হন লরির চালক।সৌভাগ্যবশত দুর্ঘটনার সময় বাড়ির ভেতরে কেউ ছিলেন না।খবর পেয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ।লরিটিকে উদ্ধার করে।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।