পোড়ামা প্রাঙ্গণে রাতের অন্ধকারে একাধিক দোকানের তালা ভেঙে চুরি নগদ বেশ কয়েক হাজার টাকা,রবিবার তদন্তে আসে পুলিশ,ঘটনাটি ঘটেছে শনিবার রাতে পোড়ামা মন্দির প্রাঙ্গণে,জানা যায় রাতের অন্ধকারে মোট ৫টি দোকানের তালা ভাঙে দুষ্কৃতীরা,এরপর লোকনাথ সাহা ও সুমিত কুমার সাহার স্টেশনারি দোকানে ঢুকে দুটি দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ প্রায় ৩০ হাজার টাকা নিলেও গৌর দেবনাথ ও অন্য ২টি দোকানে তালা ভাঙলেও কিছু নিতে পারিনি দুষ্কৃতীরা।