Baruipur, South Twenty Four Parganas | Aug 28, 2025
বারইপুর বেগমপুর ২০০ কলোনিতে চারচাকা ও বাইক মুখোমুখি সংঘর্ষের গুরুত্ব এক সূত্রের খবর চার চাকাটি বেপরোয়া গতি নিয়ে আসছিল এবং উল্টো দিক থেকে একটি বাইক আসছিল চারচাকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকটিকে মুখোমুখি ধাক্কা মারে এবং ঘটনাস্থলে গুরুতর আহত হয় বাইক চালক।